Site icon Jamuna Television

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ: দলে দলে যোগ দিচ্ছে ছাত্র-জনতা

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ আত্মপ্রকাশ করবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেয়া হবে। নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিওয়ে আসতে শুরু করেছে ছাত্র-জনতা।

সরজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

এদিকে, আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েত হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতারা। পূর্বের সিদ্ধান্ত বদল করে গতকাল বৃহস্পতিবার দলের উদ্যোক্তারা ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীকে অনুষ্ঠানে আসার নির্দেশনা দেন।

আরও পড়ুন:- জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০টি পদ চূড়ান্ত, থাকছেন যারা

জানা গেছে, ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা রয়েছে। একইসাথে ব্যাকস্টেজে মেয়েদের জন্য অন্য বুথের ব্যবস্থাও আছে। পাশাপাশি ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও থাকবেন। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদেরও যোগ দেয়ার কথা রয়েছে।

/আরএইচ

Exit mobile version