Site icon Jamuna Television

অমর একুশে বইমেলা শেষ হচ্ছে আজ

শেষ হচ্ছে শুক্রবার বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। এবছর বইমেলার সময় আর বাড়ছে না। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শেষ শিশুপ্রহরের মধ্য দিয়ে বইমেলার দিনের আয়োজন শুরু হয়।

শিশু প্রহর শেষে দুপুর ১টা থেকে সাধারণ পাঠক দর্শনার্থীদের শুরু উন্মুক্ত করে দেয়া হয় বইমেলা, যা শেষ হবে রাত ৯টায়।

একুশে গ্রন্থমেলার শিশু প্রহরের শেষ দিনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ছাড়াও অনেক শিশুকে দেখা গেছে। বাবা-মায়ের সঙ্গে গ্রন্থমেলায় বই কিনতেও দেখা গেছে শিশুদের।

গ্রন্থমেলার শিশু কর্ণার ঘুরে দেখা গেছে, বিভিন্ন বয়সী শিশুরা স্টল ঘুরে ঘুরে বইয়ের পাতা উল্টে নিজেদের পছন্দের বই খুঁজছে। স্টলের পাশে থাকা কয়েকটি খেলাধুলার স্পটে তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গেছে।

/এমএইচ

Exit mobile version