Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার সাবেক মেয়র ঢাকায় গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া করেসপনডেন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েলকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করে র‍্যাব।

জানা গেছে, ২০১৬ সালে কসবা পৌরসভার মেয়র নির্বাচিত হন তিনি। এর আগে কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন চিনি। সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত সাবেক এই মেয়র। তিনি পৌর এলাকার তালতলা গ্রামের কামাল উদ্দিনের সন্তান।

গ্রেফতারের পর আদালতে নেয়ার সময় তিনি শেখ হাসিনা ও আনিসুল হকের নামে স্লোগান দেন এবং অতিদ্রুত কসবায় বিজয় ফিরে আসবে বলে মন্তব্য করেন।

/এমএইচ

Exit mobile version