Site icon Jamuna Television

‘অলিখিত কোয়ার্টারে’ অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ‘বি’ গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। অলিখিত কোয়ার্টার ফাইনাল হিসেবে এই ম্যাচে যারা জিতবে, তারাই পাবে সেমিফাইনালের টিকিট।

অস্ট্রেলিয়া একাদশ: স্টিভ স্মিথ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ট্রাভিস হেড, জস ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা বেন ডরশুইস ও স্পেনসার জনসন

আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, গুলবাদিন নায়েব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নুর আহমদ ও ফজলহক ফারুকী।

ইতোপূর্বে ওয়ানডেতে দু’দলের চারবারের দেখায় প্রতিবারই জিতেছে অজিরা।

/এমএইচআর

Exit mobile version