Site icon Jamuna Television

গণভবনে কে যাবে ভারত থেকে নির্ধারিত হবে না: হাসনাত আব্দুল্লাহ

গণভবনে কে যাবে তা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে ভারত থেকে নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল)।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সংসদে কে যাবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। সংসদের মসনদে কে বসবে সেটি নির্ধারণ করবে এ দেশের ভূখণ্ডের জনগণ। দীর্ঘ দেড় দশক ধরে আমরা একটা জাতি গড়ে তুলতে পারিনি, বিভাজনের রাজনীতি আমাদের মাঝে ইচ্ছা করেই জিইয়ে রাখা হয়েছে।

নতুন দলের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রোপারলি ফাংশনাল করব। আমরা একতার রাজনীতি প্রচলন করব। রক্ত দেয়া শিখে গেছি, আমাদের কেউ দমায় রাখতে পারবে না। এ দেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। এই বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।  রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতা থাকবে।

/এসআইএন

Exit mobile version