Site icon Jamuna Television

শরীয়তপুরে ডাকাতের ছোঁড়া গুলিতে আহত ৩, পাঁচ ডাকাতকে গণপিটুনি 

শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাতের গুলিতে ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৫ ডাকাতকে গণপিটুনির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (১ মার্চ) রাত ১১টার দিকে কীর্তিনাশা নদীর ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকা থেকে ডাকাতদের আটক করা হয়।

স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় বাল্কহেডে ডাকাতির চেষ্টা করে ডাকাতরা। পরে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা। এ সময় ডাকাতরা পালিয়ে শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় এলে স্থানীয়রা বাল্কহেড দিয়ে তাদের গতিপথ রোধ করে । একপর্যায়ে ডাকাতরা হাতবোমা ও এলোপাতাড়ি গুলি ছুড়লে আহত হয় বেশ কয়েকজন। পরে ডাকাতরা স্পিডবোট ফেলে পালানোর সময় ৫ জনকে আটক শেষে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

তারা আরও জানান, ডাকাতদের ছোড়া গুলিতে তিন জন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হইয়েছে নলেও জানান তারা।

/এএস

Exit mobile version