Site icon Jamuna Television

ব্যর্থ মিশন শেষে দেশে ফিরলো বাংলাদেশ দল

ফাইল ছবি

চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্টের চলতি আসরের একটি ম্যাচ জিততে না পারলেও বৃষ্টির কল্যাণে এক পয়েন্ট নিয়ে ফিরলো দলটি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় দেশে ফেরে নাজমুল শান্ত’র দল।

এর আগে, দুবাইয়ে ভারতের কাছে ৬ উইকেটের হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করে বাংলাদেশ। আসরে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ ছুঁড়তে পারেনি টাইগাররা। ৫ উইকেটের পরাজয়ে বিদায় নিশ্চিত হয় আসর থেকে। পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার শেষ ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে ১ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে আসর শেষ করে টাইগাররা।

উল্লেখ্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফিতেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো নাজমুল শান্ত’র দল।

/এসআইএন

Exit mobile version