Site icon Jamuna Television

না ফেরার দেশে চলে গেলেন দাবার কিংবদন্তি স্পাসকি

না ফেরার দেশে চলে গেলেন রুশ কিংবদন্তি দাবাড়ু বরিস স্পাসকি। গতকাল বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

আন্তর্জাতিক দাবা ফেডারেশন তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছে। রাশিয়ান দাবা ফেডারেশন গতকাল এক বিবৃতিতে বলেছে, দশবারের বিশ্ব চ্যাম্পিয়ন বরিস স্পাসকি ৮৮ বছর বয়সে মারা গেছেন। এটা দেশের জন্য অনেক বড়।

একইসাথে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ গ্যারি কাসপরভ স্মৃত্মিচারণা করে একটি পোস্ট করে লিখেছেন, দশম বিশ্ব চ্যাম্পিয়ন বরিস স্পাসকি শান্তিতে ঘুমান। হাবনেরের সঙ্গে ম্যাচ ১৯৮৫ সালে আমার কাঁধের ওপর দিয়ে তিনি দেখছেন। আমার গ্রেট পূর্বসূরী বইয়ের তৃতীয় খণ্ডে আমার ও তার গল্প বলাটা বেশ আনন্দের ছিল।

উল্লেখ্য, ১৯৩৭ সালে তৎকালীন লেনিনগ্রাদে (সেন্ট পিটার্সবার্গ) জন্ম নেয়া স্পাসকির দাবা খেলার শুরু পাঁচ বছর বয়সে। শৈশব থেকেই প্রতিভার দ্যুতি ছড়িয়েছিলেন তিনি। জুনিয়র পর্যায়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জেতার অর্জন যেমন আছে তেমনি ১৮ বছর বয়সেও গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন। তৎকালীনসময়ে সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার হওয়ার রেকর্ড। মস্কোতে ১৯৬৯ সালে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন স্পাসকি। সেই মস্কোতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি এই দাবাড়ু।

/এসআইএন

Exit mobile version