Site icon Jamuna Television

ফ্রান্সে বন্দুকধারীর হামলায় নিহত ৪

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর স্ট্রসবার্গে বন্দুকধারীর হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯ জন। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে বন্দুকধারী একটি শপিংমলে হামলা চালালে এই ঘটনা ঘটে।

বড়দিনের কেনাকাটা উপলক্ষে উপচে ভিড় ছিলো শপিং মলটিতে। এসময় হঠাৎ করে এক ব্যক্তি সাথে থাকা স্বয়ংক্রিয় অস্ত্র থেকে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। পাল্টা গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও।

দু’পক্ষের গোলাগুলির পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী। পুলিশ জানায়, হামলাকারীর নামে আগে থেকেই বিভিন্ন অপরাধের অভিযোগ ছিলো। এর আগে তাকে আটকের অভিযান চালিয়েও ব্যর্থ হয় পুলিশ।

Exit mobile version