Site icon Jamuna Television

বগুড়ায় ডিভোর্সের জেরে প্রাক্তন স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা

বগুড়া ব্যুরো:

ডিভোর্সের জেরে বগুড়া সদরে মধ্যরাতে বাড়িতে ঢুকে প্রাক্তন স্ত্রী ও তার মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় মা ও মেয়েকে হত্যার এই ঘটনা ঘটে।

নিহতদের স্বজনরা জানায়, নিহত সখিনার সাথে একমাস আগে তার স্বামী রুবেলের ডিভোর্স হয়ে যায়। তার জেরে শুক্রবার মধ্যরাতে সখিনার বাড়িতে ঢুকে তাকে ও তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় তার প্রাক্তন স্বামী রুবেল।

স্বজনদের অভিযোগ, বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে সখিনার বিয়ের ৭ বছর পর পারিবারিক কলহের জেরে মাসখানেক আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। শুক্রবার দিবাগত রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী সখিনার বাড়িতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে সখিনাকে কুপিয়ে আহত করে। এসময় বাধা দিতে গেলে সখির মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করা হয়।

মা-মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১ মার্চ) ভোরে সখিনা ও বেলা সাড়ে দশটার দিকে তার মা আনোয়ারার মৃত্যু হয়। পুলিশ বলছে ঘটনায় অভিযুক্ত স্বামী রুবেলকে আটকে অভিযান চলছে। 

/এমএইচ

Exit mobile version