Site icon Jamuna Television

কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি জাপান

তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি হয়েছে জাপান। দাবানলের কারণে একজন নিহত হয়েছেন এবং এক হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। শনিবার (১ মার্চ) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) আগুন লাগার পর থেকে ইওয়াতে অঞ্চলের উত্তরাঞ্চলের ওফুনাতো বনে প্রায় এক হাজার ২শ’ হেক্টর জমিজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, আমরা এখনো ক্ষতিগ্রস্ত এলাকার আকার পরীক্ষা করছি। তবে হোক্কাইডোর কুশিরোতে ১৯৯২ সালের দাবানলের পর এটিই সবচেয়ে বড় দাবানল। সেই আগুনে ১ হাজার ৩০ হেক্টর জমি পুড়ে গেছে।

সংস্থাটি জানিয়েছে, দেশজুড়ে প্রায় ১ হাজার ৭০০ অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হচ্ছে। পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-এর আকাশ থেকে তোলা এক ফুটেজে সাদা ধোঁয়া উড়তে দেখা গেছে এবং পুরো পাহাড় ঢেকে গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় পুলিশ একজনের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করেছে জানা গেছে। ওফুনাতো পৌরসভার তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত আশেপাশের ১ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে এবং ৮০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়াও আজ শনিবার (১ মার্চ) আরো দু’টি স্থানে আগুন জ্বলছিল, একটি ইয়ামানাশিতে এবং অন্যটি ইওয়াতেতে।

/এআই

Exit mobile version