Site icon Jamuna Television

সীমান্তে বাংলাদেশি হত্যা হলে ভারতীয় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো কঠিন হবে: বিজিবি ডিজি

ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের জন্য যদি বাংলাদেশি হত্যার ঘটনা ঘটে, তাহলে দেশটি থেকে এই দেশে অনুপ্রবেশকারীদের আইন মেনে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কঠিন হবে— এমন মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

শনিবার (১ মার্চ) সকালে কক্সবাজারে বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে হত্যার বিষয়টি আমাদের প্রধান প্রাইয়োরিটি। অনুপ্রবেশ বা অন্য যে কারণেই হোক হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটলে আরও কঠোর হওয়ার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনাগুলো শুন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে হয়ে থাকে। শুন্য রেখা ভরতে প্রবেশ ঠেকাতে আমরা চেষ্টা করছি। এ সময় সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে ভারতকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান তিনি।

/আরএইচ

Exit mobile version