Site icon Jamuna Television

৮শ’ আবহাওয়াবিদকে বরখাস্ত করেছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল কর্মী ছাঁটাইয়ের তালিকায় এবার যোগ হয়েছে দেশটির শত শত আবহাওয়াবিদ। দেশটির প্রধান জলবায়ু গবেষণা সংস্থা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) প্রায় ৮শ’ কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে মার্কিন বাণিজ্য বিভাগ এনওএএ’র কর্মীদের কাছে ইমেইল পাঠিয়ে জানায়, দিনের শেষে তাদের চাকরি ছাঁটাই করা হবে। সাম্প্রতিক দিনগুলোতে অন্যান্য সরকারি সংস্থায়ও ব্যাপক কর্মী ছাঁটাই দেখা গেছে।

ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান ইলন মাস্ক তহবিল কাটছাঁট ও ছাঁটাইয়ের মাধ্যমে ব্যয় কমানোর প্রচেষ্টা অব্যাহত রাখার পর এই ছাঁটাই করা হলো।

জলবায়ু গবেষণা সংস্থার কর্মীদের এভাবে ছাঁটাইয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটদলীয় কংগ্রেসম্যান জ্যারেড হাফম্যান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকরা বিনামূল্যে সঠিক পূর্বাভাস, আবহাওয়া সতর্কতা এবং জরুরি তথ্যের জন্য এনওএএ’র ওপর নির্ভর করে। আবহাওয়ার চরম বিপর্যয়কালে এটি প্রমাণিত হয়েছে। মাস্কের এ লজ্জাজনক মিশন গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলোকে থামিয়ে দিচ্ছে।

/এআই

Exit mobile version