Site icon Jamuna Television

তালিকায় না থেকেও ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে রাশিয়ার সাংবাদিক!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির বৈঠকে এক সাংবাদিকের উপস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন। তিনি রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থার একজন প্রতিবেদক। শনিবার (১ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা তাস-এর একজন সংবাদদাতা ওই বৈঠক কাভার করছিলেন। যদিও ওভাল অফিসের পুল রিপোর্টারদের মধ্যে তার নাম ছিল না।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এক বিবৃতিতে সিএনএনকে জানিয়েছেন, বৈঠকের জন্য অনুমোদিত মিডিয়াগুলোর তালিকায় তাস ছিল না। যখনই প্রেস অফিসের কর্মীদের নজরে বিষয়টি আসে, তখনই প্রেস সেক্রেটারি তাসের ওই প্রতিবেদককে বাইরে নিয়ে যান।

তিনি আরও বলেন, তাস কর্মীর উপস্থিতি হোয়াইট হাউসের সম্ভাব্য নিরাপত্তা ত্রুটির বিষয়টি স্পষ্ট করে। তবে এপি ও রয়টার্সের মতো সংবাদ সংস্থা অনুমতি না পেয়ে রুশ মিডিয়া কীভাবে ওই বৈঠকে যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

এর আগে ২০১৭ সালে প্রথম ট্রাম্প প্রশাসন সমালোচনার মুখে পড়ে যখন তাস-এর ফটোগ্রাফার আলেকজান্ডার শেরবাককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে একটি বৈঠক কাভার করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই সময়, ট্রাম্প প্রশাসন মার্কিন সাংবাদিকদের বৈঠকের ছবি তোলার অনুমতি দেয়নি। শুধুমাত্র হোয়াইট হাউসের ফটোগ্রাফার এবং তাসের ফটোগ্রাফার শেরবাককে প্রবেশাধিকার দেয়া হয়।

/এআই

Exit mobile version