Site icon Jamuna Television

প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড


আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ‘বি’ গ্রুপের ম্যাচে দ. আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশরা

শনিবার (১ মার্চ) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, হ্যারি ব্রুক, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ ও ফিল সল্ট

দ. আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কো ইয়ানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, ত্রিস্টান স্টাবস ও রসি ফন ডার ডুসেন।

উল্লেখ্য, আসরের প্রথম দুই ম্যাচ হেরে এরইমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। আর শেষ ম্যাচে পূর্ণ পয়েন্ট তুলে নিয়ে সেমিফাইনালের পথ সুসংহত করতে মরিয়া প্রোটিয়ারা। আজ জিতে গেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে দ. আফ্রিকা।

/এমএইচআর

Exit mobile version