Site icon Jamuna Television

রোজায় কেমন থাকতে পারে আবহাওয়া?

ফাইল ছবি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল রোববার (১ মার্চ) থেকে দেশে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। তার মানে গেলো বছরের মতো এবারও বাংলাদেশে গরমের মাসে শুরু হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের ইবাদতের এই মাস।

বাংলাদেশে মার্চ মাস থেকেই গরম শুরু হয়। এপ্রিলে গিয়ে তা চূড়ায় উঠে। মে মাসে আবার কমতে শুরু করে। জুনে বর্ষাকাল শুরু হয়।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, শুরু হওয়া মার্চ মাসে গরমের সাথে কাল বৈশাখি ঝড়, শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড় হওয়ার সম্ভবনা রয়েছে। এবার মার্চে গড় তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ স্বাভাবিক হতে কিছুটা কম থাকতে পারে। এই মাসে বঙ্গপোসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে তা বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই।

মার্চে দেশের বেশিরভাগ জায়গার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবাহাওয়াবিদরা।

/এমএন

Exit mobile version