মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার (১ মার্চ) টাঙ্গাইলের দেলদুয়ারের মুশুরিয়ায় দুগ্ধ উৎপাদনকারী পিজিএল কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
ফরিদা আক্তার বলেন, অর্থ মন্ত্রণালয়ের ও বাংলাদেশ ব্যাংক স্বীকৃতি দিলে দ্রুতই মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংকের কার্যক্রম শুরু হবে। এর ফলে বিভিন্ন মাছের দাম কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এরপর জেলা কার্যালয়ের সামনে রমজান মাস উপলক্ষ্যে সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রির কার্যক্রম উদ্ধোধন করেন তিনি।
এ সময় তিনি বলেন, নিম্ন আয়ের মানুষ অধ্যুষিত এলাকাগুলো এই কর্মসূচির আওতায় থাকবে। পুরো বছর এই কার্যক্রম কিভাবে অব্যাহত রাখা যায় সেই চেষ্টা চলছে। এ সময় সকল জেলা ও বেশ কিছু উপজেলায় কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।
/আরএইচ

