Site icon Jamuna Television

কলাবাগানে বাসা থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

মেডিকেল করেসপনডেন্ট:

রাজধানীর কলাবাগান থানার ক্রিসেন্ট রোডের একটি বাসা থেকে টাইটাস হিল্লোল রেমা (৫৫) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।

শনিবার (১ মার্চ) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত হিল্লোল বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার জয় রামপুরা গ্রামে। ওই এলাকার মৃত লিডিং স্টোন রেমার ছেলে তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপ-পরিদর্শক নন্দন কুমার দাস। তিনি জানান, আমরা খবর পেয়ে কলাবাগান থানার ক্রিসেন্ট রোডের ১১৪ নম্বর বাসা থেকে তাই টাইটাস হিল্লোল রেমা নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, তিনি পেশায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে আর্থিক অনটনে বেশ কিছুদিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। রাতে ঘুমাতে পারতেন না। এক সপ্তাহ ধরে তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

/এএস












Exit mobile version