Site icon Jamuna Television

২২ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করলো বিএসএফ

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

দীর্ঘ ২২ ঘণ্টা পর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর ব্রাহ্মণবাড়িয়ার কসবার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।

শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পুটিয়া সীমান্তের ২০৫০ পিলারের সামনে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে মরদেহ তুলে দেয়া হয়।

এ সময় বাংলাদেশের পক্ষ থেকে বিজিবির ৬০ (সুলতানপুর) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান ও কসবা থানার ওসি আব্দুল কাদের। অপরদিকে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষে বিএসএফ ৪৯ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অজিত কুমার ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

দুই দেশের পতাকা বৈঠক শেষে লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, এই ঘটনায় বিজেপি পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয় সে জন্য বিএসএফকে সতর্ক করা হয়েছে।

কসবা থানার ওসি আব্দুল কাদের বলেন,নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এএস

Exit mobile version