Site icon Jamuna Television

বেটিসের মাঠে রিয়াল মাদ্রিদের হার

লা লিগায় মৌসুমে চতুর্থ হারের তেঁতো স্বাদ পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রিয়াল বেটিসের মাঠে ২-১ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল।

শনিবার (১ মার্চ) নিজেদের মাঠ বেনিতো ভিলামারিন স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেয় রিয়াল বেটিস।

ম্যাচের শুরুর দিকে এগিয়ে যাওয়ার পরই, পুরোটা সময় নিষ্প্রভ হয়ে থেকেছে রিয়াল মাদ্রিদ। ধাক্কা সামলে, পাল্টা প্রতিরোধে প্রতিপক্ষকে প্রবল চাপে রাখতে সক্ষম হয় স্বাগতিকরা।

ম্যাচের ১০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের বাড়ানো থ্রু পাসে ব্রাহিম দিয়াজের দিকে বল বাড়িয়ে দেন ফেরল্যান্ড মেন্ডি। ঠাণ্ডা মাথায় জালের ঠিকানা খুঁজে নেন দিয়াজ। ৩৪ মিনিটে, জোয়াও কার্ডোসোর দারুণ ফিনিশিংয়ে ১-১ এ সমতায় ফেরে রিয়াল বেটিস। সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, ব্যর্থতার জাল থেকে বের হতে পারেনি আনচেলত্তির দল। উল্টো ৫৪ মিনিটে স্পটকিক থেকে আরও একটি গোল হজম করে হার নিশ্চিত হয় তাদের।

এই হারে বার্সেলোনার থেকে তিন পয়েন্টে পিছিয়ে পড়ার শঙ্কায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

/এমএইচআর

Exit mobile version