Site icon Jamuna Television

জয় নিয়ে লিগ টেবিলের শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় কষ্টার্জিত জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে সিমিওনের শিষ্যরা।

শনিবার (১ মার্চ) নিজেদের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে বিলবাওকে আতিথ্য দেয় অ্যাটলেটিকো মাদ্রিদ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে চলে খেলা। কিন্তু ডেডলক ভাঙতে পারেনি কেউ। ফলে, স্কোরলাইন গোলশূন্য রেখেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর আক্রমণের ধারা অব্যাহত রাখে দু’দল। অবশেষে ম্যাচের ৬৬তম মিনিটে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান হুলিয়ান আলভারেজ। মার্কোস লরেন্টের অ্যাসিস্ট থেকে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলের লিড এনে দেন এই স্ট্রাইকার।

ম্যাচে ফিরতে আক্রমণ চালালেও অ্যাথলেটিক বিলবাও’র সকল প্রচেষ্টা আটকে যায় প্রতিপক্ষের ডিফেন্সে। অ্যাটলেটিকোর রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় সফরকারী দলের স্ট্রাইকাররা। এর ফলে, হার নিয়েই মাঠ ছাড়তে হয় বিলবাওয়ের।

উল্লেখ্য, এই জয়ে বার্সেলোনার চেয়ে এক ম্যাচ বেশি খেলে, ৫৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে এখন অ্যাটলেটিকো মাদ্রিদ।

/এমএইচআর

Exit mobile version