Site icon Jamuna Television

উন্নয়নের কথা মনে রেখেই আবারও মহাজোটকে জয়ী করবে জনগণ: মেনন

ঢাকা-৮ আসনে মহাজোটের প্রার্থী রাশেদ খান মেনন বলেছেন, মহাজোটের আমলে দেশ ও দেশের জনগণের যে উন্নয়ন হয়েছে তা মনে রেখেই আবারও ভোট দিয়ে মহাজোটকে নির্বাচনে জয়যুক্ত করবে এ দেশের মানুষ।

আজ বুধবার সকালে নিজ নির্বাচনী এলাকা (ঢাকা-৮ সংসদীয় আসনের) আবুজর গিফারী কলেজে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ভোটের মাধ্যমেই জনগণ তাদের নিজ অবস্থান তুলে ধরবে বলেও মন্তব্য করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি।

তিনি বলেন, যুদ্ধ অপরাধী জামাত-শিবিরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপিকে গত নির্বাচনেও বর্জন করেছিলো দেশের জনগণ এবার একাদশ নির্বাচনেও তাই করবে। গত দশ বছরের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান তিনি।

Exit mobile version