Site icon Jamuna Television

ঈদ-রমজান উপলক্ষ্যে মহাসড়কে টোল ও বিমান ভাড়া কমালো ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ উপলক্ষ্যে দেশটির বেশ কয়েকটি প্রধান মহাসড়কে টোল কমানো এবং অভ্যন্তরীণ যাত্রীদের বিমান ভাড়া কমানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। রোববার (২ মার্চ) এক প্রতিবেদনে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রমজান ও ঈদ উপলক্ষ্যে বিপুল সংখ্যক মানুষের নিজের পরিবারের কাছে ছুটে যাওয়াকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিয়ান্তো জানান, ঈদ উপলক্ষ্যে আগামী দুই সপ্তাহের জন্য বিমান ভাড়া কমানো হবে এবং প্রধান মহাসড়কের টোলও কমানো হবে। এছাড়াও মুসলিম সম্প্রদায়কে রোজা রাখতে এবং স্বাচ্ছন্দ্যে ছুটি উদযাপনে সহায়তা করার জন্য সরকারের চেষ্টার কমতি নেই বলে জানান তিনি।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় স্থানীয় সময় শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। মূলত রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ইন্দোনেশীয়রা তাদের পরিবারের কাছে ফিরে যান। দেশের জনগণ যাতে সাচ্ছন্দে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিরাপদে এবং সাশ্রয়ী মূল্যে যাতায়াত করতে পারে, সেজন্যই এমন উদ্যোগ নেয়া হয়েছে।

/এআই 

Exit mobile version