
ফেসবুকে লেখালেখির কারণে বিসিএস ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে দেয়া বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছে শিক্ষা ক্যাডারের সদস্যরা। রোববার (২ মার্চ) রাজধানীর শিক্ষা ভবনের ভেতরে মানববন্ধন কর্মসূচি থেকে আজ কর্মবিরতির ঘোষণা দেন তারা।
শিক্ষা ক্যাডাররা জানান, প্রশাসন ক্যাডারের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করায় শিক্ষা ক্যাডারের ছয়জনসহ আন্তঃক্যাডারের ১২জনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বৈষম্যমূলক এই সিদ্ধান্ত প্রত্যাহারে দফায় দফায় উপদেষ্টাদের কাছে দাবি জানানো হয়েছে। তবে এতে কোনো সমাধান হয়নি। কর্মবিরতির পরও সরকার দাবি পূরণ না করলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান বলেন, সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, প্রশাসন ক্যাডার দ্বারা বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেই এই আন্দোলন।
/আরএইচ
 
				
				
				
 
				
				
			


Leave a reply