Site icon Jamuna Television

‘ইনভেস্টিগেশন ইন্টারভিউ কোর্স’ শুরু

অস্ট্রেলিয়ান হাই কমিশন এবং বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ আয়োজনে শুরু হলো ‘ইনভেস্টিগেশন ইন্টারভিউ কোর্স’।

রোববার (২ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক।

মূলত বাহিনীকে যুগোপযোগী, পেশাদার এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় বাহিনীর অভিযানের সক্ষমতা অর্জনের জন্য যৌথ এই প্রশিক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের পাশাপাশি ইমিগ্রেশন পুলিশ এবং বাংলাদেশ কাস্টমসের মোট ১২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কোস্ট গার্ডের মহাপরিচালক জানান, যথাযথ তদন্তের ভিত্তিতে সঠিক তথ্য উপস্থাপন করে বিচারকার্য পরিচালনায় প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এ ধরণের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এমএইচ

Exit mobile version