Site icon Jamuna Television

এবছর ব্যতিক্রমী কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার পাবে: পরিকল্পনা উপদেষ্টা

ফাইল ছবি।

চলতি বছর ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে এবছর কারা বা কতজন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তা জানাননি তিনি।

রোববার (২ মার্চ) সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, কমিটি কিছু নাম সুপারিশ করেছে। চূড়ান্ত অনুমোদনের জন্য তা প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। দেশের জন্য অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর ব্যতিক্রমী কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে।

এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগে স্বাধীনতা পুরস্কার দেয়ার ক্ষেত্রে দল ও গোষ্ঠীগত সিদ্ধান্ত নেয়া হতো। র‍্যাবের মতো বিতর্কিত প্রতিষ্ঠানকেও দেশের সর্বোচ্চ এই পুরস্কার দেয়া হয়েছিলো। চলতি বছর দশজনের কম ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হবে বলে জানান তিনি।

/আরএইচ

Exit mobile version