Site icon Jamuna Television

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ভারত। দু’দলেরই সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় ম্যাচটি মূলত গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের মঞ্চ। নিজেদের প্রথম দুই ম্যাচেই জয়ের দেখা পেয়েছে উভয় দল।

রোববার (২ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।

আইসিসির এই টুর্নামেন্টে শেষবার ২০০০ সালের আসরে ব্ল্যাকক্যাপদের মোকাবিলা করেছিল মেন ইন ব্লুরা। সেই ম্যাচে অবশ্য হেরেছিল ভারত।

উল্লেখ্য, এই ম্যাচে দলীয় একাদশে থাকার ফলে সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৩০০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামার কীর্তি গড়লেন ভিরাট কোহলি।

/এমএইচআর

Exit mobile version