Site icon Jamuna Television

আবু সাঈদ হত্যা: গ্রেফতার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের হত্যায় ঘটনার প্রায় ৭ মাস পর মামলা দায়ের করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

রোববার (২ মার্চ) সকালে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আবু সাঈদ হত্যার মামলাটি আমলে নিয়ে গ্রেফতার থাকা ৪ আসামিকে আগামী ৯ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওইদিনই এ মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এ্যাভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ইসলাম এবং তৎকালীন ছাত্রলীগ নেতা এমরানের নেতৃত্বে ওইদিন হামলার ঘটনা ঘটে। গুলি চালান সাবেক এস আই আমীর হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়৷ এ ৪ জনই রংপুরে দায়ের করা দুটি পৃথক মামলায় কারাগারে আছেন। তদন্ত প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমের কথা উল্লেখ থাকবে বলেও জানান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

/এএস

Exit mobile version