Site icon Jamuna Television

হিমাগারে আলু সংরক্ষণে কেজিতে গুণতে হবে ৬.৭৫ টাকা

হিমাগারে আলু সংরক্ষণে কেজিতে গুণতে হবে ৬.৭৫ টাকা। রোববার (২ মার্চ) কৃষি বিপণন অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে জানানো হয়, কৃষি বিপণন আইনের ক্ষমতা বলে কৃষি বিপণন অধিদফতর কর্তৃক দেশের বিভিন্ন হিমাগারে আলু সংরক্ষণের নিমিত্তে কেজি প্রতি সর্বোচ্চ ৬.৭৫ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হল।

এর আগে, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) প্রতি কেজি আলু সংরক্ষণে ৮ টাকা নির্ধারণ করে হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।

/এসআইএন

Exit mobile version