Site icon Jamuna Television

‘আমাদের কোনো বন্দুক-পিস্তল নেই, আছে শুধু একটি ব্যালট পেপার’

ঠাকুরগাঁও প্রতিনিধি:

আওয়ামী লীগ ভোট চুরি করার চেষ্টা করতে পারে, তাই সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারো কোন উস্কানিতে পা দেয়া যাবেনা।

মির্জা ফখরুল বুধবার দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে তার নির্বাচনী এলাকায় মোহাম্মদপুর মাতৃগাঁওয়ে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির কোন বন্দুক-পিস্তল-অস্ত্র নেই, শুধু রয়েছে ভোটের দিনে একটি ব্যালট পেপার, যা দিয়ে সরকার পরিবর্তন করা যেতে পারে। তাই সরকার পরিবর্তনের জন্য আগামী ৩০ তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষে ভোট দিতে হবে।

ফখরুল বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, গত দশ বছর আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় ঠিক রয়েছে। তারা গত দশ বছরে দেশের অর্থনীতি, বিচার ব্যাবস্থাকে ধ্বংস করে মানুষের সমস্ত অধিকারগুলোকে হরণ করেছে। অন্যায় ও শুধু রাজনীতির প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে বন্দি করে রেখেছে। তাই নির্বাচনের মধ্য দিয়ে ভবিষ্যতে বেঁচে থাকার অধিকার ঠিক ফিরিয়ে আনতে হবে।

গণসংযোগ ও পথসভায় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version