Site icon Jamuna Television

মাদারীপুরে আগুনে পুড়লো ৩টি দোকান

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

মাদারীপুরের শিবচরে একটি বাজারে আগুনে পুড়ে গেছে ৩ টি দোকান। এতে ৭ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২ মার্চ) রাত ৯টার দিক জেলার শিবচর উপজেলার শিরুয়াইল বাজারের আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, শিবচর উপজেলার শিরুয়াইল বাজারে রোকন ফকিরের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে রোকন ফকিরের হোটেল পুড়ে প্রায় ৪ লাখ টাকা, মানিক দাসের সেলুন পুড়ে ৮০ হাজার টাকা ও ইলিয়াস খালাসীর মুরগির দোকান পুড়ে প্রায় আড়াই লাখ টাকাসহ তিনটি দোকান পুড়ে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন। আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী রোকন ফকিরের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার তপন ঘোষ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে তিনটি দোকান পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । হোটেল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

এসআইএন/এটিএম

Exit mobile version