Site icon Jamuna Television

হঠাৎ সাফের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন হেলাল

হঠাৎ সাফের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন বাংলাদেশের আনোয়ারুল হক হেলাল। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন দেশের অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠক।

তবে পদত্যাগ করলেও মার্চ পর্যন্ত দ্বায়িত্ব পালন করবেন তিনি। এরপর তার স্থলাভিষিক্ত হতে পারেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের কোনো কর্মকর্তা।

২০১৫ সালে বেতনভুক্ত সাধারণ সম্পাদক হিসেবে সাফে দ্বায়িত্ব নেন আনোয়ারুল হক হেলাল। গত ১০ বছরে সাফের মান বৃদ্ধিসহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। গত এক দশক সফলতার সাথে দ্বায়িত্ব পালন শেষে হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন তিনি। অথচ কিছুদিন আগেই তার চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল।

/এসআইএন

Exit mobile version