Site icon Jamuna Television

আলমসাধুর ধাক্কায় মায়ের মৃত্যু, মেয়ে আহত

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দ্রুতগতির আলমসাধুর (তিন চাকার যান) ধাক্কায় চম্পা খাতুন (৫৬) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার মেয়ে রোকসানা খাতুন (২৫)।

রোববার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা বাঁধন এগ্রো ফার্মের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চম্পা খাতুনের বাসা উপজেলার হেমায়েতপুর গ্রামে। আহত মেয়ে রোকসানা খাতুন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, চম্পা খাতুন ও তার মেয়ে রোকসানা খাতুন পাখিভ্যানযোগে (ব্যাটারি চালিত ভ্যান) জুড়ানপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হোগলডাঙ্গায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা দ্রুতগতির একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা পাকা রাস্তার ওপর ছিটকে পড়েন।

স্থানীয় লোকজন তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চম্পা খাতুনকে মৃত ঘোষণা করেন। তার মেয়ে রোকসানা খাতুনকে ভর্তি রাখা হয়েছে।

এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

/এমএইচআর

Exit mobile version