টাইব্রেকারে ফুলহ্যামের কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত আসরের শিরোপাজয়ীরা এবার থামলো আসরের শেষ ষোলোতেই।
রোববার (২ মার্চ) ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে ফুলহ্যামকে আতিথ্য দেয় ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথমার্ধের ইনজুরি টাইমে ক্যালভিন বাসসের গোলে লিড নেয় ফুলহ্যাম। তবে দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৭১ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে রেড ডেভিলরা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ এ।
Super Bernd Leno in goal 🧤#EmiratesFACup pic.twitter.com/7euvxiuWAP
— Emirates FA Cup (@EmiratesFACup) March 2, 2025
এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে, সেই ৩০ মিনিটেও আর গোলের দেখা পায়নি কেউই। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকলেও দু’দলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরাই।
এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। দুই দলই প্রথম তিনটি শট থেকে গোল করে। তবে চতুর্থ ও পঞ্চম শটে ব্যর্থ হন ম্যান ইউনাইটেডের ভিক্টর লিন্ডেলফ ও জোশুয়া জির্কজি।
অপরদিকে, চতুর্থ শটেও গোল পায় ফুলহ্যাম। জার্মান গোলরক্ষক ব্রেন্ড লেনো’র বীরত্বে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল মার্কো সিলভা’র শিষ্যরা।
/এমএইচআর
Leave a reply