Site icon Jamuna Television

এখনও হোয়াইট হাউজের সঙ্গে আলোচনায় প্রস্তুত জেলেনস্কি

ইউক্রেনের খনিজ নিয়ে আলোচনার জন্য আবারও হোয়াইট হাউসে আমন্ত্রণ করা হলে সেখানে যাবেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে খনিজ ভাগাভাগির আলোচনায় এখনও প্রস্তুত ইউক্রেন।

ইউক্রেন যুদ্ধ বন্ধে রোববার (২ মার্চ) লন্ডনে ইউরোপীয় নেতাদের সম্মেলন শেষে বিবিসিকে সাক্ষাৎকার দেন জেলেনস্কি। সেখানেই এসব কথা বলেন তিনি। তিনি বলেন, কারা আগ্রাসনকারী আমি তা অংশীদারদের মনে করিয়ে দিতে চাই।

তিনি জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সুবিধা হয় এমন কোনো প্রস্তাব মেনে নেবেন না। ইউক্রেনের সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনার আহ্বানও জানান জেলেনস্কি।

গেল শুক্রবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক হয় তার। লাইভ সম্প্রচারিত বৈঠকে চরম অপমানিত হন তিনি। এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় জেলেনস্কির। একপর্যায়ে তাকে হোয়াইট হাউজ থেকে বেরিয়ে যেতেও বলা হয়। ফলে সেদিন চুক্তি স্বাক্ষর ছাড়াই আলোচনা শেষ হয়।

এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, পুতিন ছাড়া যুক্তরাষ্ট্র কিংবা ইউক্রেন কোনো পক্ষেরই লাভ হয়নি এ আলোচনায়।

/এটিএম

Exit mobile version