Site icon Jamuna Television

খালেদা জিয়াকে খালাসের রায় আপিল বিভাগে বহাল

ফাইল ছবি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

আজ সোমবার আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিভ টু আপিল আবেদন খারিজ করে দেন। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

এর আগে, গত বছরের ২৭ নভেম্বর এ মামলায় খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এ মামলায় সাজা হওয়া অন্য দুইজনকেও খালাস দেয়া হয়।

মামলার অন্য আসামিরা হলেন­—খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

ওই রায়ের বিরুদ্ধে সম্প্রতি আপিল দায়ের করে দুদক ও রাষ্ট্রপক্ষ। খালেদা জিয়ার আইনজীবীরা জানান, এ মামলায় ৩৩ জন সাক্ষীর কেউই দুর্নীতি প্রমাণ করতে পারেনি৷ উল্টো এ মামলায় সে সময় যারা রাষ্ট্রপক্ষের দায়িত্ব পালন করেছেন তাদের প্রত্যেককে বিভিন্ন সময়ে পুরস্কৃত করেছে তৎকালীন সরকার৷

/এটিএম

Exit mobile version