Site icon Jamuna Television

অস্কার পেলো ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’

অস্কার পেয়েছে ইসরায়েলি সাংবাদিক যুবাল আব্রাহাম এবং ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা বাসেল আদ্রার নির্মিত তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’। সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ৯৭তম অস্কার প্রদান চলছে। বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫ টায় শুরু হয় অস্কার ঘোষণা। এতে ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে।

ডকুমেন্টারিতে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ এবং আগ্রাসনের চিত্র তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রটি নির্মাতা আদ্রার গল্প অনুসরণে তৈরি। এতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে দখলকৃত পশ্চিম তীরে তার জন্মস্থান মাসাফের ইয়াত্তার ধ্বংসের চিত্র তুলে ধরেছেন।

পুরষ্কার গ্রহণ করে আদ্রা জানান, গেল কয়েক দশক ধরে পশ্চিম তীরের বাসিন্দারা যে কঠোর বাস্তবতার মুখোমুখি হচ্ছেন তাই প্রকাশ পেয়েছে এই ডকুমেন্টরিতে। অস্কারের মঞ্চে গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধ এবং বন্দিদের মুক্তির আহ্বানও জানান ‘নো আদার ল্যান্ড’ এর সাথে সংশ্লিষ্ঠরা।

তিনি আরও বলেন, ‘প্রায় দুই মাস পূর্বে আমি বাবা হয়েছি। আমার মেয়ের কাছে আমার আশা যে তাকে এখনকার মতো জীবনযাপন করতে হবে না। বিশেষকরে, বাড়িঘর ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির ভয়ে বসবাস করতে হয় আমাদের। আমার সম্প্রদায় মাসাফের ইয়াত্তা ইসরায়েলি দখলদারিত্বের অধীনে। তাই অচিরেই এই যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি। ’

/এআই

Exit mobile version