Site icon Jamuna Television

ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভোগান্তি

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়ের পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে যানবাহন থেকে টোল আদায় করছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ।

রোববার (২ মার্চ) থেকে টোল বক্স বাদ দিয়ে এক্সপ্রেসওয়ের তেজগাঁও সংযোগ র‍্যাম্পের মুখে দাঁড়িয়ে ম্যানুয়াল পদ্ধতিতেই টোল আদায় করতে দেখা যায় এক্সপ্রেসওয়ের কর্মীদের। ফলে পিক আওয়ারে তৈরি হয় যানবাহনের দীর্ঘ লাইন।

উত্তপ্ত রোদের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে টোল আদায় করায় বাড়ছে কর্মীদের স্বাস্থ্যঝুঁকি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বলছে, সড়কে যানজটের চাপ কমাতে পুলিশের পরামর্শে বন্ধ করা হয়েছে স্বয়ংক্রিয় টোল সিস্টেম।

তবে, ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করায় অনেক যাত্রী অসন্তোষ প্রকাশ করেন।

/এএস

Exit mobile version