Site icon Jamuna Television

‘কত দ্রুত নির্বাচন হবে তা সরকারের রাজনৈতিক ইচ্ছার ওপর নির্ভর করে’

অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক ইচ্ছার উপর নির্ভর করে কত দ্রুত জাতীয় নির্বাচন হবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৩ মার্চ) সকালে নবনির্বাচিত কর আইনজীবী নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, নবগঠিত রাজনৈতিক দলের যে কোনও ভাবনা বাস্তবায়ন করতে হলে, জনগণের মুখোমুখি হতে হবে। নির্বাচনের মাধ্যমে সংসদে যেতে হবে। যত তাড়াতাড়ি দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে তত মঙ্গল বলেও মন্তব্য করেন আমীর খসরু।

নির্বাচন যত দেরি হবে তত দেশ ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক সরকার ব্যাতিত একেকটা দিন যাচ্ছে। এতে দ্রব্যমূল্যসহ নানান সেক্টরের অস্থিতিশীলতা বাড়ছে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে।

/এএস

Exit mobile version