Site icon Jamuna Television

অভিনেত্রী থেকে লেখিকা হলেন সাবিলা নূর

অভিনেত্রী হিসেবে বেশ পরিচিত সাবিলা নূর। তবে সম্প্রতি নিজের লেখা বই দিয়ে আত্মপ্রকাশ ঘটছে লেখিকা সাবিলা নূরের। অমর একুশে বইমেলার শেষ দিকে এসে প্রকাশ করেছেন নিজের লেখা বই। .

তার প্রথম বইয়ের নাম ‘ভালোবাসা অতঃপর’। দশ রকমের দশটি গল্প নিয়ে বইটি লিখেছেন তিনি। অনন্যা প্রকাশনী থেকে বইটি প্রকাশ করা হয়। 

উল্লেখ্য, বর্তমানে নাটক ও ওটিটি কনটেন্টে অভিনয়ের পাশাপাশি সিনেমার জন্যও প্রস্তুতি নিচ্ছেন সাবিলা। এক সাক্ষাৎকারে গণমাধ্যমে জানিয়েছিলেন ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় রয়েছেন এ অভিনেত্রী। কথা চলছে। ব্যাটে-বলে মিলে গেলে শিগ্গিরই বড় পর্দায় দেখা যাবে তাকে।

/এআই

Exit mobile version