Site icon Jamuna Television

অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জো সালদানা

অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জো সালদানা। আলোচিত ‘এমিলিয়া পেরেজ’ ছবিকে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার পেলেন সালদানা। সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পুরস্কার পেয়ে দর্শকদের উদ্দেশে জো সালদানা বলেন, ‘এই সম্মান পেয়ে আমি অভিভূত। ১৯৬১ সালে, আমার দাদী এই দেশে এসেছিলেন। আমি গর্বিত একজন অভিবাসী বাবা-মায়ের সন্তান। আমি ডোমিনিকান বংশোদ্ভূত প্রথম আমেরিকান, যে একাডেমি অ্যাওয়ার্ড গ্রহণ করছে।’

তিনি আরও বলেন, ‘এই পুরস্কার পাওয়ার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। কারণ-এই চরিত্রে আমি গান গাওয়ার ও স্প্যানিশ ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। যদি আমার দাদি আজ বেঁচে থাকতেন, তিনি অত্যন্ত আনন্দিত হতেন।’

/এআই

Exit mobile version