Site icon Jamuna Television

কেশবপুরে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজ গ্রেফতার

যশোর করেসপনডেন্ট:

যশোরের কেশবপুরে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফজর আলী বিশ্বাস (৬০) নামের এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ মার্চ) রাতে উপজেলার হাড়িয়াঘোপ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৩ মার্চ) পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, রোববার উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামের কবিরাজ ফজর আলী বিশ্বাস পাঁচ বছর বয়সী এক মেয়েশিশুকে বাড়িতে ডেকে এনে যৌন নিপীড়ন করেন।

থানায় ওই মেয়ের বাবা ঘটনা উল্লেখ করে অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার করে। যেসব নারী নিঃসন্তান, কবিরাজ ফজর আলী তাদের ‘কবিরাজি চিকিৎসা’ করতেন বলে জানা গেছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফজর আলীর নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করে আজ যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত ফজর আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

/এএম

Exit mobile version