Site icon Jamuna Television

‘পরাজয়ের ভয়েই সরকার সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’

ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে পরাজয়ের ভয়েই সরকার সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সারা দেশের কোথাও সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন তারা। আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সংম্মেলনে এসব কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তারা বলেন, সারা দেশে অসংখ্য নেতাকর্মীকে আটক করা হচ্ছে। নির্বাচনী প্রচারণা দূরে থাক নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে। যেসব এলাকায় নেতাকর্মীরা প্রচারণা চালানোর চেষ্টা করছে তাদের ওপর পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের কর্মীরা হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

Exit mobile version