Site icon Jamuna Television

১২৪ অতিরিক্ত পুলিশ সুপারকে পদায়ন

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদায় ১২৪ জন কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। এর মধ্যে সহকারী পুলিশ সুপার থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১০১ জন অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন।

সোমবার (৩ মার্চ) পুলিশ সদর দফতর থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। প্রজ্ঞাপন দুইটিতে পুলিশ মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলমের পক্ষে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) খন্দকার শামিমা ইয়াছমিন সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১২৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

/এমএন

Exit mobile version