Site icon Jamuna Television

এই রমজানে নিত্যপণ্যের দাম অনেক কম: প্রেস সচিব

গত রমজানের চেয়ে এই রমজানে নিত্যপণ্যের দাম অনেক কম। ইফতার বাজারের দামও এবার নিয়ন্ত্রণে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (৩ মার্চ) দুপুরে বনানীতে গ্র্যান্ড ইফতার বাজারের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, বাজার পরিস্থিতি সাধারণ মানুষের নাগালে রাখতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। প্রযুক্তিবান্ধব সংস্কার করতে পারলে একদিকে যেমন দেশের অর্থনীতি এগিয়ে যাবে তেমনি প্রচুর পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সেই ধরনের সংস্কার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

/এসআইএন

Exit mobile version