Site icon Jamuna Television

ঈদ উপলক্ষে প্রস্তুত ফ্যাশন হাউজগুলো, প্রাধান্য ট্রেন্ডি পোশাক

দেশের ফ্যাশন হাউজগুলো ট্রেন্ডের বিষয়টি মাথায় রেখেই সাজিয়েছে ঈদ কালেকশন। ঝলমলে পোশাকে, সবার মাঝে নিজেকে ফুটিয়ে তুলতে নতুন প্রজন্মের আগ্রহটা থাকে বেশি। তবে, এথনিক বা মোঘল আমলের স্টাইলিশ পোশাকও রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকায়।

ঈদ মানেই নতুন জামা কেনার ধুম। আর তা হতে হবে ট্রেন্ডি ফ্যাশনের। তাই এবার ঈদে ছেলেদের পোশাকে এগিয়ে আছে ওয়েস্টার্ন এবং এথনিক পোশাক। ফ্যাশনপ্রেমীদের জন্য পোশাকের নকশায় আনা হয়েছে একটু রাজকীয় ঢং।

দোকানীরা বলছেন, প্রতিটা কালেকশনে ফেব্রিক সিলেক্ট করার সময় সবার আগে মাথায় থাকে কাস্টমারের লুক ও কমফোর্টের বিষয়টি। ভাবতে হয় আর্থিক দিকটি নিয়েও।

আর নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা না হলে যেন পুরো সাজটা অসম্পূর্ণ থেকে যায়। আর এবারও নিত্যনতুন ডিজাইনের জুতার পসরা বসেছে নামিদামি সব ব্র্যান্ডের শোরুমে।

পাঞ্জাবির সঙ্গে পরার জন্য বরাবরই কলাপুরি ও নাগরা পছন্দের তালিকায়। তবে এখন লোফার, স্নিকারও পরেন অনেকে। ছেলেদের ফ্যাশনে প্রাধান্য পেয়েছে হাত ঘড়িও।

বৈচিত্র্যময় রং নির্বাচন করার পাশাপাশি ট্রেন্ডি সব মোটিভে ঈদের কালেকশন সাজিয়েছে বিভিন্ন ব্র্যান্ড ও ফ্যাশন হাউজগুলো।

/এআই

Exit mobile version