Site icon Jamuna Television

বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা জানিয়ে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কোটালিপাড়ার জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন কোটালিপাড়ায় শেখ লুৎফুর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় কথা বলছেন তিনি।

দুপুর ২টার কিছু পরে তাঁর গাড়িবহর টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পৌঁছায়। পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি। এসময় দেশ ও জনগণের কল্যাণে দোয়া করেন সবাই।

এর আগে, সকালে গণভবন থেকে রওনা করে মাওয়া হয়ে, শিমুলিয়া ঘাটে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় সড়কের দু’পাশে নেতা-কর্মী-সমর্থকরা তাকে শুভেচ্ছা জানান। ফেরিতে দুপুর ১টা নাগাদ পদ্মা পার হন তিনি। আগামীকাল সড়ক পথে ঢাকা ফেরার সময় ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

Exit mobile version