Site icon Jamuna Television

মেহেরপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে প্রায় ৮ লাখ টাকা চুরি

মেহেরপুর করেসপনডেন্ট:

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় চুরির ঘটনা ঘটেছে। ভল্ট থেকে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোর। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

চুরির ঘটনায় আজ মঙ্গলবার (৪ মার্চ) পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গতকাল সোমবার নিয়মিত ব্যাংকিং লেনদেন শেষে ব্যাংক বন্ধ করা হয়। এসময় ব্যাংকের ভোল্টে ৮ লাখ ১০হাজার টাকা রাখা ছিল। সকালে জানা যায় ব্যাংকের জানলার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ভোল্ট ভেঙে টাকা নিয়ে গেছে চোরের দল। ব্যাংকটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত ছিল। তবে চোরের দল সিসি ক্যামেরার হার্ড ডিক্স খুলে নিয়ে গেছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম বলেন, এজেন্ট ব্যাংকের চুরির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশ, গোয়েন্দা সংস্থার একাধিক টিম চক্রটিকে ধরতে কাজ শুরু করেছে।

/এসআইএন

Exit mobile version