Site icon Jamuna Television

লটারিতে দুবাই প্রবাসী জাহাঙ্গীর জিতলেন ২০ মিলিয়ন দিরহাম

দুবাই প্রবাসী বাংলাদেশি জাহাঙ্গীর আলম আবুধাবির বিগ টিকিট ড্র-তে ২০ মিলিয়ন দিরহাম জিতে নিয়েছেন। সোমবার (৩ মার্চ) অনুষ্ঠিত লটারিতে তার টিকিট নম্বর ১৩৪৪৬৮ বিজয়ী হয়। যেটি তিনি কিনেছিলেন ১১ ফেব্রুয়ারি। খালিজ টাইমস এই খবর জানিয়েছে।

৪৪ বছর বয়সী জাহাঙ্গীর দুবাইয়ে ছয় বছর ধরে জাহাজ নির্মাণ শিল্পে কাজ করছেন। তার পরিবার থাকে বাংলাদেশে। গত তিন বছর ধরে তিনি ১৪ জন বন্ধুর সঙ্গে নিয়মিত বিগ টিকিট কিনছিলেন। তিনি আশায় ছিলেন, কখনও তিনি জিতবেন লটারি।

জাহাঙ্গীর জানান, হঠাৎ একটি ফোন আসে তার কাছে। তখন বন্ধুর কাছ থেকে এই লটারি জেতার খবর পান। এই জয় ১৪ জন বন্ধুর ও তাদের পরিবারের বলেও উল্লেখ করেন তিনি।

পুরস্কারের অর্থ দিয়ে জাহাঙ্গীর দুবাইতে একটি ব্যবসা শুরু করতে চান এবং তার বন্ধুদেরও এতে যুক্ত করতে ইচ্ছুক। পাশাপাশি তিনি ভবিষ্যতেও বিগ টিকিট কেনা চালিয়ে যাবেন।

/এমএমএইচ

Exit mobile version