Site icon Jamuna Television

মানুষকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যাকাত দিতে হবে: জামায়াত আমির

ফাইল ছবি

শাড়ি বা লুঙ্গি নয় মানুষকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য নিয়ে যাকাত দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর শ্যামলীতে চিকিৎসকদের আয়োজিত এক ইফতার মাহফিল এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, যাকাতের সুষ্ঠু বণ্টন হলে সমাজে অর্থনৈতিক ভারসাম্য আসবে। যারা মানুষকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যাকাত দিতে চায় তাদের সহযোগিতা করবে জামায়াত।

তিনি আরও বলেন, নেতাকে ক্ষমতায় নেয়ার জন্য নয়, দেশে আল্লাহর আইন বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। মানুষের অধিকার নিশ্চিত করতে দ্বীন কায়েমের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Exit mobile version